A Top Ads

নারায়ণগঞ্জের বন্দরে তিনটি ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার কেওঢালা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এসময় ইটের সঠিক পরিমাপ না থাকা, পরিমাপে কারচুপি ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনের অপরাধে মেসার্স সোনারগাঁও  টাটা ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১,-২ কে চার লাখ বিশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় কয়েকটি ইট ভাটা পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আগের সংবাদ দেখুনপ্রেমের টানে উধাও কিশোরী
পরের সংবাদ দেখুনকবীর সভাপতি,সম্পাদক আওলাদ