নারায়ণগঞ্জের বন্দরে তিনটি ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার কেওঢালা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এসময় ইটের সঠিক পরিমাপ না থাকা, পরিমাপে কারচুপি ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনের অপরাধে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১,-২ কে চার লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan