
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরা পূর্ববক্সনগর এলাকায় সদ্য এসএসসি পাশ করা জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষাথীকে সংবর্ধনা দিয়েছেন স্টাডি পয়েন্ট কোচিং সেন্টার। শনিবার সকালে বাঁশপাতা চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মুগদা মেডেকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মোহাম্মদ তাওসিফ ও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় শিক্ষার্থী আশিক ইমরানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ তানভির দিপ, ডাঃ আদনান হামিম, বুয়েটের শিক্ষার্থী ফাহাদ হোসাইন, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠেকে সাংবাদিক আসাদুজ্জামান নূরসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল ও বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির পরিচালক মুগদা মেডেকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মোহাম্মদ তাওসিফ ও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় শিক্ষার্থী আশিক ইমরান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনি।
আজকের কোমলমতি সন্তানেরাই আগামী বাংলাদেশ গড়ে তুলবে। তাই মেধা, পরিশ্রমি, সততা ও একঝাঁক মেধাবি শিক্ষার্থীদের সমন্বয়ে স্টাডি পয়েন্ট কোটিং সেন্টার গড়ে তুলা হয়েছে। আমরা আমাদের মেধা, শ্রম ও ভালবাসা দিয়ে প্রত্যেক শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছি। সকলের সহযোগীতা কামনা করছেন তারা।