A Top Ads
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার পরপরই বিষয়টি তদন্ত করে আজ বুধবার (৩০ জুলাই) রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান (সাবেক মেম্বার), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, যুবদলের সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।
এর আগে আজ বুধবার সকাল ৯ টার দিকে মাহমুদপুর ইউনিয়নের সালমাদি বাজার এলাকায় বিএনপির একটি কার্যালয়ের জন্য ভাড়া দেওয়া দোকানটির বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে জাহাঙ্গীর ভূঁইয়াকে পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বহিষ্কারাদেশে বলা হয়, “৩০ জুলাই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমাদি বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে হত্যার নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।”
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থার জন্যও সুপারিশ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাসও দিয়েছি।”
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন,  অভিযুক্তরা সকলে বি এন পি নেতা মাহমুদুর রহমান সুমনের অনুসারী হিসেবে  পরিচিত। “ঘটনাটি খুবই ন্যক্কারজনক। জড়িতরা এখন আর কোনো পদে নেই। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি হোক।”#
আগের সংবাদ দেখুনপিটিয়ে যুবককে হত্যা করলো সুমনবাহিনী
পরের সংবাদ দেখুনজমি দখল নিয়ে হামলা