A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র আলাদা করে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে। যেটা আগে ছিল ১৬ শতাংশ। নতুন করে এই শুল্ক আরোপ হলে গার্মেন্টসের পাশাপাশি সব ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্থ হবে। নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই শুল্ক বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্থ হবে দেশের গার্মেন্টস শিল্প। তাই প্রতিযোগীতার বাজারে ব্যবসায়ীরা যেন টিকে থাকতে পারে বর্তমান সরকারের কাছে সেই দাবি জানান তিনি। তিনি বলেন, আমরা সকল গার্মেন্টসের মালিক সরকারের কাছে আবেদন করবো। যে কোনো উপায়েই হোক, এই ৩৫ শতাংশ হারে শুল্ক যেন কমিয়ে আনা হয়। যাতে করে নারায়ণগঞ্জসহ দেশের ব্যবসায়ীরা বেঁচে যায়।

বিশাল শুল্কের কারণে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঐতিহাসিকভাবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য। শুল্ক আরোপের কারণে বাংলাদেশের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

আগের সংবাদ দেখুনসন্ত্রাসীদের স্বর্গরাজ্য ছিলো নারায়ণগঞ্জঃ গিয়াস উদ্দিন
পরের সংবাদ দেখুনভূমিদস্যুদের হুমকি ও চাঁদাবাজির মুখে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণকাজ