A Top Ads

উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে “ঐক্য ও অগ্রযাত্রার” অঙ্গীকারে পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আবু সাউদ মাসুদ – আফজাল হোসেন পন্টি প্যানেল।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিভিন্ন ত্রুটির কারণে ৭টি ভোট বাতিল করা হয়। ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্যানেলের সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন। অপর দুই সদস্য ছিলেন মডেল গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন।
সভাপতি পদে আবু সাউদ মাসুদ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম ১৬ ও শাহ আলম ১০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি ৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৭ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন (৪৪), যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন (৫৭), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (৫৩), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন (৫৫)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জীবন (৬৬), আরিফ আলম দিপু (৫০), আব্দুস সালাম (৪৫), মাহফুজুর রহমান (৪৩) ও প্রণব কৃষ্ণ রায় (৪২)।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।” সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রাখব। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ পন্টি প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্রাইন নিউজ পরিবার।

আগের সংবাদ দেখুনসাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
পরের সংবাদ দেখুনআকিজ সিমেন্ট ও ফিডের দূষণের প্রতিবাদে মানববন্ধন