A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বিকেএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু করে বিকাল ৫টা পর্যন্ত একটানা বিরতিহীনেভাবে চলেছে। ঢাকা ও নারায়ণগঞ্জ আলাদা দুটি কেন্দ্রে ভোটগ্রহণ চল‌ছে। সর্বশেষ ২০১২ সালে ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে। এবারের নির্বাচনে তৈরী পোষাক শিল্প সংগঠনের প্রাণ পুরুষ মোহাম্মদ হাতেমের প্যানেল নিরস্কুশ ভাবে বিজয়ী হয়েছে।  বিকেএমইএ’র এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭২। কাস্ট হয়েছে = ৪৩১ ভোট = ৭৫.৩৫%। নারায়ণগঞ্জ জোনে ভোট = ২৭২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে = ২৩৪ ভোট – ৮৬%। ঢাকা জোনে ভোট = ২২৪ ভোট।
কাস্ট হয়েছে = ১৪০ ভোট – ৬২.৫%। চট্টগ্রাম জোনে ভোট = ৭৬ ভোট। কাস্ট হয়েছে = ৫৭ ভোট – ৭৫%

৩৫টি পরিচালক পদে ৩৮জন প্রার্থী। যেখানে ৩৫জন একই প্যানেলে ভোট করছেন। প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নীটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র বর্তমান সভাপতি। তারা সকলেই বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তারা বিজয়ী হতে পারেন নি। বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী রাত আটটায় নারায়ণগঞ্জ বিকেএমইএ এর ভবনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন।

এসময় মোহাম্মদ হাতেম বলেন, বিকেএমইএকে গতিশীল করতে সকল পদক্ষেপ বাস্তবায়নে তিনি ব্যবসায়ীদের সাথে নিয়ে এগিয়ে যাবেন। পাশাপাশি ব্যবসায়ীদের সুখে দু:খে তাদের পাশে থেকে কাজ করে যাবেন।

আগের সংবাদ দেখুনরাতভর নাটকীয়তা ভোরে গ্রেফতার আইভি