abstract orange background
A Top Ads

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত “প্রেস নারায়ণগঞ্জ” নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ওসমানদের দোসর জাহাঙ্গীর মোল্লা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যার প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ তৈরী পোষাক কারখানার অন্যতম প্রতিষ্ঠান নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর হোসেন মোল্লা। এক প্রতিবাদলিপীতে তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সবসময় আমি আমার ব্যবসাকে প্রধান্য দিয়ে কাজ করেছি। কারো সাথে কখনো ব্যবসার বাহিরে সখ্যতা করিনি। খেলাধুলা নিয়ে কাজ করি সেই ছোট বেলা থেকে। যারা খেলাধুলাকে ভালবাসেন তাদের সাথে সম্পর্ক করতে পছন্দ করি।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের ভোল পাল্টানোর হিড়িক পড়েছে তবে আমি ভোল্ট পাল্টাই নি। আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। আজও নই। আমাকে উদ্দেশ্য করে যে সংবাদটি প্রেস নারায়ণগঞ্জে প্রকাশ করা হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্য তথ্য দিয়ে করা হয়েছে। যা পড়লে স্পষ্টই বুঝা যাবে এটি উদ্দেশ্য প্রণোদিত ও সন্মানহানি করতেই এক শ্রেনীর স্বার্থন্নেশী মহল নিউজটি করিয়েছে। তিনি বলেন, আমি কখনো কাউকে ব্যবহার করে কোন সেক্টর নিয়ন্ত্রণ করিনি। সংবাদে যেসকল তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

আমি সঠিক কাগজপত্র যাচাই বাছাই করে জমি ক্রয় করি। ভুমিদসুতা কখনোই করিনি। এসব মিথ্যা সংবাদ দিয়ে আমার ও আমার পরিবারের সন্মানহানি করতে একটি চক্র বিভিন্ন ফায়দা হাসিল করতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, ভুলভাল তথ্য দিয়ে নিউজ প্রকাশ করে স্বার্থ হাসিল করা সম্ভব নয়। সংবাদটিতে আমার বক্তব্য না নিয়ে যেভাবে মনগড়া প্রকাশ করা হয়েছে তা দেখলে যে কেউই মনে করবে এটি আমার সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সুনামক্ষুন্ন করতে একটি পক্ষ করিয়েছে। এমন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিবেদক
জাহাঙ্গীর হোসেন মোল্লা
ব্যবস্থাপনা পরিচালক, নীট কনসার্ন গ্রুপ

 

আগের সংবাদ দেখুন‘নীট কনসার্ন ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন
পরের সংবাদ দেখুনসোনারগাঁয়ে নতুন ওসিকে সহযোগীতার আশ্বাস দিলেন যুবদল নেতা সজিব