A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ শিক্ষার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল ও যাত্রী সংখ্যা কম রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ অংশে কোনো শিক্ষার্থী নামেনি। শনিবার দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে লক্ষ্য করা যায়, আন্দোলনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা আর জনভোগান্তি যেনো না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ অংশে এখন পর্যন্ত শিক্ষার্থী কিংবা জনতাকে বিক্ষোভে নামতে দেখা যায়নি। আঞ্চলিক কিংবা দূরপাল্লার গাড়ির সংকট থাকা মহাসড়কে অটোরিকশাকে যানবাহনের জন্যে বেছে নিয়েছেন বাসা থেকে বের হওয়া মানুষেরা।

কয়েকজন যাত্রীর অভিযোগ জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশা চালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
সড়কে থাকা রাজধানী পরিবহনের এক চালক বলেন,আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছে সে। তবে সড়কে যাত্রী নাই তেমন।

অটোরিকশা চালকের সঙ্গে কথা বললে তারা বলে, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যাত্রীর চাপ কম রয়েছে। তেমন ঝামেলা তাদের চোখে পড়েনি।
শিমড়াইল ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন আহমেদ কালের কন্ঠকে জানান, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষজন নির্বিঘেœ যাতায়াত করতে পারছে।

 

 

আগের সংবাদ দেখুনমিতালী মার্কেট কার্যালয়ে অগ্নিকান্ডে ঘটনায় মামলা
পরের সংবাদ দেখুনবিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল