
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।
রোববার সকালে পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি উত্তর হাজীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টসে চাকরি করতেন। আটককৃত গাড়িচালক ইকবাল হোসেন নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, পাঠানটুলিতে ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহতের ঘটনার খবরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালককে আটক করেছি আমরা।