A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে টাকার বিনিময়ে ডিভাইডার পারাপারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ওই যুবকের নাম রবিউল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড-ডেমরা সড়কে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সড়ক পারাপারের দুটি মই উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গতবছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে, সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু বিভাজক দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়। সেইসঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো।

ওইখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদেও নামিয়ে দিতো। কিন্তু গত দুই মাস ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। তবে দূরপাল্লার যানবাহনগুলো এখনো ওই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।

গত দুই মাস ধরেই যাত্রীরা এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এ সুযোগে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক বিভাজকের দুই পাশে মই দিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের পার করে দিচ্ছেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল মোড়ের দায়িত্বরত টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কে মই দিয়ে টাকার বিনিময়ে রাস্তা পারাপারের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মহাসড়কে সকল প্রকাশ শৃংখলা রক্ষায় প্রশাসন সবসময় সজাগ রয়েছেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, টাকার বিনিময়ে যে যুবক মই বসিয়ে যাত্রী পারাপার করেছে তাকে আটক করা হয়েছে। এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। আমরা পদক্ষেপ গ্রহন করেছি।

 

আগের সংবাদ দেখুনজাতীয়পার্টির কর্মী সম্মেলন
পরের সংবাদ দেখুনসোনারগাঁয়ে ফরেষ্ট চেক পোষ্টে পাঁচ লাখ টাকার কাঠ জব্দ