
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলরের বড় ভাই খোকন মোল্লাকে গ্রেফতার করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় রিপন নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। গোদনাইল মধুঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় দুশো পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে জানতে নাসিক কাউন্সিলর রুহুল আমিনকে তার মুঠোফোনে কলা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।