
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ,সোনারগাঁঃ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সেবায় এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্ববান জানান তিনি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভূমিদস্যু, ইভটিজিং মুক্ত করতে আমরা প্রতিজ্ঞবদ্ধ। যেকোন মূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
রবিবার সরকারি অনুদান ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে শীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈয়েদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ৯ টি চেয়ারম্যানবৃন্দ।
আলোচনা সভা শেষে তিন হাজার কম্বল উপজেলা অডিটোরিয়ামে এই কম্বল ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলেদেন। এসকল কম্বল দবিদ্র অসহায় ও গরীব লোকদের মধ্যে বিতরণ করবেন তারা।