
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সোনারগাঁ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ‘ডামি’ নির্বাচনের দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে বিএনপি ঢাকাসহ দেশের মহানগরগুলোতে একযোগে এ কর্মসূচি পালন করে।
ঢাকায় মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কালো পতাকা মিছিলে আবারও নির্বাচনকে অবৈধ দাবি করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হয়।
মিছিলে ‘অবৈধ সরকার, মানি না, মানব না’, ‘অবৈধ সংসদ মানি না, মানব না’, ‘এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’ এমন নানান স্লোগান দেওয়া হয়। কর্মীদের অনেকের হাতে দলের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল।