
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহলে কালীন সময়ে আনুমানিক তিন লাখ টাকার বিবিধ চিড়াইকাঠ আটক করা হয়েছে। জানা যায় গাড়ীটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আসার সময় পিরোজপুর নামক স্হানে আটক করা হয়।
সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ও দায়িত্বরত ডিউটি অফিসার আমিরুল হাছান বলেন যে সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় ত্রিপল বাধা গাড়ীটি সন্দেহ হলে আটক করা হয় এবং সার্চ করা হয় অতপর গাড়ীটিতে অবৈধ কাঠ দেখতে পাই। আটককৃত গাড়ী নাম্বার ঢামেট ন ১৫-৭৫৭৩ বন মামলা প্রক্রিয়াধীন।