A Top Ads

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্টাক চাপায় প্রাণ গেল চালক ও হেলপারের। শুক্রবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্টাক চালক ইউসুফ শেখ ও হেলপার মোহাম্মদ ইয়াকুব আলী।

ভুলতা হাইওয়ে পুলিশের ট্টাফিক ইন্সপেক্টক (টিআই) আশরাফ উদ্দিন জানান, মাল বোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নস্ট হয়ে যায়। এই সময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জেক দিয়ে আটকিয়ে চালক ও হেলপাড় ট্রাকটি মেরামত করতে ছিল।

হঠাৎ জেকটি ভেঙ্গে ট্রাক তাদেও উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তারা দ্জুন মৃত্যু বরণ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে ট্রাক সড়িয়ে তাদেও উদ্ধার করে।

 

 

আগের সংবাদ দেখুনচতুর্থ ছাত্রীকে জোড়পূর্বক মদ্যপানে অভিযুক্ত গ্রেফতার
পরের সংবাদ দেখুনস্কুলছাত্রকে জিম্মি করে চাঁদা দাবি