
ডেমরা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা—৫ আসনে আওয়ামী সতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান মোল্লা সজলের ট্রাক মার্কার মিছিলে নারী—পুরুষসহ স্থানীয়দের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুরে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের নেতৃত্বে ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ডে এ মিছিল বের হয়। মিছিলটি দীর্ঘ সময় ধরে শুকুরসী, সান্দিরা, তিতাস কলোনি,পূর্ব—পশ্চিম বক্সনগর, করিম কলোনি, সারুলিয়া টেংরা (দক্ষিণ, পশ্চিম ও বাহির টেংরা) এলাকা প্রদক্ষিণ করে।
পাশাপাশি ওয়ার্ডটিতে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচী পালন করেন আসনটি প্রয়াত ৪ বারের এমপির ছেলে সজল। এর আসে সকালে ডিএসসিসির ৬২ নং ওয়ার্ডের কাজলা এলাকায় পঞ্চায়েত কমিটির সভাপতির মৃত্যুতে তার পরিবারের কাছে ছুটে যান সজল। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের লোকজনকে সমবেদনা জানান। কাজালায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার স্ধার পরে ডিএসসিসির ৬৩ নং ওয়ার্ডের স্থানীয় মুরুব্বীয়ান ও গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সজল।
ঢাকা—৫ আসেন আওয়ামী ২ সতন্ত্র ও নৌকার মনোনীত প্রার্থীসহ হেভিওয়েট ৩ প্রার্থীর নির্বাচনি প্রচার—প্রচারণা অব্যাহত রয়েছে। চারপাশে বইছে ভোটের হাওয়া। রাস্তা, ফুটপাথ, এলাকার দোকানপাট,হাট—বাজার ও বিপানি বিতান কেন্দ্রসহ শপিংমল, চায়ের আড্ডায়, ফসলের মাঠ, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, অফিসে, গাড়ীতে—বাড়ীতে, পরিবহনে যাত্রীদের আলাপে সর্বত্রই যেন নির্বাচনি আলোচানা। আসনটিতে এবারের নির্বাচনে অংশ নেওয়া দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা শিতের মধ্যেও যেন উত্তাপ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সময় রয়েছে আর মাত্র কটা দিন। তাই যে যত পারছেন তত বেশি বেশি মানুষ ও ভোটারের কাছে যাচ্ছেন। প্রাণপণে প্রার্থীরা দিনকে রাত আর রাতকে দিন মনে করে সময় অসময়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। চলছে অভ্যন্তরীণ প্রস্তুুতি মিটিং ও সভা। গভীর রাতে কর্মী—সমর্থকরা এলাকা ছেয়ে ফেলছেন পোস্টার ব্যানারে। আসটির সব জায়গায় যেন একই চিত্র।
এদিকে প্রার্থীদের ভেতরে ভেতরে প্রতিযোগীতামূলক লড়াই চলছে পুরোদমে। ভোটার ও এলাকাবাসীর মন জয় করতে কৌশলে এগিয়ে চলছেন সবাই। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, এলাকাবাসীর দাবি পূরণে করছেন নানা প্রতিজ্ঞা।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ঢাকা—৫ আসনের নৌকার প্রার্থী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না ডিএসসিসির ৬৯ ও ৭০ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ, পথসভা, উঠানবৈঠক ও খন্ড খন্ড মিছিলে অংশ নেন। এ সময় স্থানীয় অওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা তার সঙ্গে যোগদান করেন। এদিন সকালে ৭০ নং ওয়ার্ডের ধার্মিকপাড়া থেকে গণসংযোগ শুরু করেন নৌকার এ প্রার্থী।
এদিন মুন্না দেইল্লা, পাইটি, কায়েতপাড়া, ঠুলঠুলিয়া, খলাপাড়া, তাম্বুরাবাদ, নলছাটা, ধীৎপুর, দুর্গাপুর, মেন্দিপুর, আমুলিয়া, শূন্যা ও শূন্যা টেংরা এলাকায় প্রচারণা চালান। পরে ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ডের কামারগোপ খলাপাড়া, কামারগোপ দক্ষিণ, ডেমরা, নড়াইবাগ, মিরপাড়া ও রাজাখালী এলাকায় নির্বাচনি প্রচার—প্রচারণা করেন। এদিন তার পক্ষে থানা এলাকা ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার—প্রচারণা চালিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।
আসনটিতে ঈগল প্রতীকে সতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপন বৃহস্পতিবার দুপুরের পর থেকে ডিএসসিসির ৪৯ নং ওয়ার্ডের সায়দাবাদ হুজুরের বাড়ি মসজিদে যোহর নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীদের সাথে আলোচনা সভাসহ গণসংযোগ করেন। এদিন বিকালে ধোলাইবার এক শ্রমীক লীগ নেতার বাবার মৃত্যুতে জানাযায় অংশগ্রহন করেন রিপন।
পরে ডিএসসিসির ৫০ নং ওয়ার্ডে নির্বচনি অফিস উদ্বোধন ও নির্বাচনী সভা করেন তিনি। সন্ধার পরে ৪৮ নং ওয়ার্ডের শহীদ জিয়া স্কুলের সামনে থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করে রাতে ৬২ নং ওয়ার্ডের পূর্ব শেখদী এলাকায় মুরুব্বিদের সাথে আলোচনা সভা করেন। ওই রাতেই তিনি ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এদিন তার পক্ষে আসনভুক্ত প্রতিটি ওয়ার্ডে খন্ড খন্ড মিছিল, মাইকিং, গানের মাধ্যমে প্রচার, উঠান বৈঠক ও পথসভাসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।