A Top Ads
শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন, সোনারগাঁয়ে জোটের বেড়াজাল থেকে মুক্ত হয়ে অবশেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতিক হাতে পাওয়ায় আনন্দের উচ্ছ্বাসে ভাসছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
এর আগে দুটি নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশে শরিকদল জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামীলীগ। দীর্ঘ ১০ বছর পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগে যেন প্রাণ ফিরে এলো দলীয় প্রতিক নৌকা পেয়ে।
তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর (সোমবার) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় প্রার্থী কায়সার হাসনাত তার নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রিটাংনি কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতিক গ্রহন করেন।
অপরদিকে তার প্রতিদ্বন্দী প্রার্থী জাতীয়পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকাসহ অন্যান্য প্রার্থীরা আজ তাদের দলীয় প্রতিক গ্রহন করবেন।
আগের সংবাদ দেখুনজাতীয় পাটির নির্বাচনী প্রচারণা
পরের সংবাদ দেখুনসৌম্য সরকারের ১৬৯ , বাংলাদেশ করলো ২৯১