
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়ে বস্তল এলাকায় টায়ারে আগুন দিয়ে অগ্নিসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল। সকালে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এ কর্মসূচী পালন করা হয়।
এসময়ে জেলা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেন। যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলে মহাসড়কের চারপাশ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে শতশত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং করেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব জানান, বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়, অবৈধ সরকার। আমরা বারবার বলছি, এই সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিতে হবে। সেই দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। পুরো পৃথিবীতেই জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে নেয়। আমরা সেটাই বলছি। আমাদের দাবি আদায় না হলে আমরা ঘরে ফিরে যাব না।