
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বাংলাদেশ আওয়ামীলীগের শান্তি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপের) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধরী বিরু। তিনি নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। এসময় আবু জাফর চৌধুরী বলেন, বিএনপিকে আর কোনো ছাড় দেয়া হবে না।
এদেরকে শিক্ষা দিতে হবে। এই নোংরামি, মিথ্যাচার ইতিহাস যা আজ তারা সেটাই করেছে। এদের স্বভাব আয়নার মতো পরিস্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না। এদের বাড়াবাড়ির জবাব আমরা দিবো। প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে। একজন পুলিশ মৃত্যু বরণ করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে।
তিনি বলেন, বিএনপি কত নোংরা খুনী দল। আজকে তাদের পুরনো চেহারা, আগুন সন্ত্রাসের চেহারা তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এইসব বাড়াবাড়ি নোংরামি, অস্ত্রবাজি; বাংলার মাটিতে এদের অবশ্যই শাস্তি হবে, বিচার হবে।
আমাদের কর্মীদের গাড়িতে হামলা করে এইসব অপরাধের পর কি ছাড় দিবেন? কোনো ছাড় নয়। নৈরাজ্যবাদী হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। এই ভোতা অস্ত্রে কাজ হবে না।