
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পাঁচরুখী এলাকার বিএনপির কর্মী মামুন আহমেদ, একই এলাকার সাগর মিয়া, জহিরুল মিয়া, শাকিল মিয়া, সাজিম মিয়া, ফারহান মিয়া, একরামদ্দীন মিয়া, রনি মিয়া ও কলাগাছিয়ার এলাকার শাওন মিয়া।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, যেসকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, মহাসমাবেশ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।