A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিসাধীন অবস্থায় তাদেও মৃত্যু।

এরা হলেন- সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম। সাইফুলের শরীর ৬০ শতাংশ ও শরিফুলের শরীর ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ নিয়ে একই ঘটনায় তিনজনের জন্য মৃত্যু হলো। একই ঘটনায় আরো দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সোমবার বিকেলে দগ্ধ মোজাম্মেল হক মারা যান। তার শরীর ১’শ শতাংশ পুড়ে গিয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গত ১৪ অক্টোবর গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন রিরোলিং মিলে গ্যাসের বিস্ফোরণের ঘটনায় সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, জাকারিয়া মিয়া ও শরিফুল ইসলাম নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজন মারা যান। বাকী দুইজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে জাকারিয়ার শরীর ৩৫ শতাংশ ও ইকবালের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে।

আগের সংবাদ দেখুনআদালতের সহায়ক কর্মচারীদের প্রশিক্ষন কর্মশালা
পরের সংবাদ দেখুনস্বামী-স্ত্রীর আত্মহত্যা