A Top Ads

শাহিদা আক্তার,আড়াইহাজার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু্র্বৃত্তরা তার উপর এ হামলা চালান বলে জানাগেছে। রাতে বালিয়া পাড়া বাজার হতে বাড়ি যাওয়ার সময় তার গতিরোধ করে আচমকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালান এবং তাকে রক্তাক্ত যখম করেন।

আওয়ামীলীগ নেতা ও তার অটোরিকশা চালকের ডাক চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধরাধরি করে তাকে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। মারাত্মক রক্তাক্ত জখম থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দেলোয়ার হোসেন আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়া পাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
এ ঘটনায় ওই এলাকায়  থমথম পরিস্থিতি বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে কাজ করছে প্রশাসন।

আগের সংবাদ দেখুনচেয়ারম্যান মোশারফের আশকারায় বেপরোয়া মনু মেম্বার
পরের সংবাদ দেখুনআওয়ামীলীগের ত্যাগী নেতা মতিউর রহমান মতি