A Top Ads

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্য্যালয়ের সামনে এক সমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সমাবেশকে সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দিন হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন।

এ সময় তিনি বলেন, আমাদের একদফা দাবি সরকারের পতন করে তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে সরকাকে বাধ্য করা হবে। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

আগের সংবাদ দেখুনকয়েক হাজার নেতাকর্মী নিয়ে মান্নানের যোগদান
পরের সংবাদ দেখুনবিএনপির সমাবেশে আজাদের যোগদান