A Top Ads

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত মা ও মেয়ের উপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাষন্ড খোকন মিয়াকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১। গতকাল রাতে কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি সাংবাদিক সম্মেলন করে নিশ্চিত করেছেন র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক সানরিয়া চৌধুরী বৃহস্প্রতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আড়াইহাজার গোপালদী পৌরসভার সদাসদি কাজীপাড়া গ্রামের মোর্শেদা আক্তারের প্রথম স্বামীকে তালাক দেয়ার পর তার একমাত্র শিশু কন্যা মারিয়াকে নিয়ে মা সাহেদা বেগমের সাথে বসবাস করছে। গত পাঁচ মাস পূর্বে একই পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসর আলীর ছেলে খোকন মিয়া সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে পূর্বের সংসারের ছয় বছরের কন্যা সন্তান মারিয়া আক্তারকে তার নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ প্রয়োগ করেন মোর্শেদার স্বামী। এতে মোর্শেরা আক্তার রাজী না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান তিনি।

এক পর্যায়ে স্বামী খোকন মিয়া ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে স্ত্রী ও মেয়েকে এসিড নিক্ষেপ করে। এতে স্ত্রী মোর্শেদা আক্তারের পা ও মেয়ে মারিয়া আক্তারের মুখমন্ডল ঝলসে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় ভিকটিমের মা সাহেদা বেগম বাদী হয়ে গত ৪ জুলাই এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা অভিযান চালিয়ে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে আসামী খোকন মিয়াকে গ্রেফতার করি।

 

আগের সংবাদ দেখুনশিমড়াইল মোড়ে ব্যবসায়ীকে মারধর
পরের সংবাদ দেখুনএতিমের জমি দখলের অভিযোগ