A Top Ads

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রামের সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় সাইদুর ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ-ঢাকা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুর ইসলাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর এরিয়ায়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে নিহত সাইদুর ইসলাম মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ পাইকপাড়া থেকে সারুলিয়ায় জাচ্ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ-ঢাকা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা সড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাইদুর ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার জানান, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ঘাতক বাস ও বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আগের সংবাদ দেখুনসমস্যার সমাধান না হলে ধর্মঘট
পরের সংবাদ দেখুনজামিনে বের হয়েই প্রাণনাশের হুমকি