A Top Ads

বিশেষ প্রতিনিধি: সদ্য আওয়ামীলীগের কমিটিতে মাদক ব্যবসায়ী, বিতর্কিত ব্যক্তি ও মামলার আসামীদের স্থান দেওয়া হয়েছে। প্রকৃত আওয়ামীলীগের কর্মীদের এ কমিটিতে মূল্যায়ণ করা হয়নি। একত্তর সদস্য বিশিষ্ট কমিটিতে একই ইউনিয়ণের চুয়ান্নজনকে রাখা হয়েছে। এটি কমিটি নাকি পারিবারতন্ত্র। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করার আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোশারফ ওমর এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাবা মরহুম ওমর আলী মিস্ত্রি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করেছেন। তার উত্তরসূরী হিসেবে আমরাও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। রাজনীতি করতে গিয়ে বাড়ি ঘর ছাড়া হয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, তবুও দল থেকে একবিন্দুও সরে যাই নি। বাকী জীবনেও দলের বিরুদ্ধে কখনো অবস্থান নিবো না।

কিন্তু উপজেলার একটি ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক নেতারা আওয়ামীলীগের মনোনয়ণ না পেয়ে নৌকা ডুবিয়েছেন, নৌকাতে আগুন দিয়েছেন। সম্প্রতি মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থীকে পাশ করিয়েছেন ওই নেতারা। ওনার কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। তিনি আবার কিভাবে নৌকার মনোনয়ন চান, এসকল ব্যক্তিদের থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা আওয়ামীলীগের রাজনীতি করি স্বার্থের জন্য নয়, নৌকাকে ডুবাতে নয়। আমি মনোনয়ণ না পেলেও যাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকার মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই কাজ করব। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাধে কাধ রেখে আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে দলের জন্য কাজ করি। যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় বসাতে পারি। যদি নিজেদের মধ্যে দ্বন্দ থাকে তাহলে কারো পায়ের নীচে মাটি থাকবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

আগের সংবাদ দেখুনআওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী: সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার
পরের সংবাদ দেখুনজাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন