
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠিা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রেন্ট-এ কার ষ্ট্যান্ডে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যালী নিয়ে শিমরাইল মোড় থেকে শুরু করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দশ তলা ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিুবুর রহমানের সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাসিক ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পিকআপ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলী, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিকের সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক খোকা, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিব্বির আহম্মেদ, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মণি, নাসিক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন ভুইয়া, শ্রমিক লীগ নেতা মো: মাসুদ রানা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো: আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, মোতাহার হোসেন মনা প্রমুখ।
সভায় মজিবুর রহমান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের কথায় নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুয়ায়ী। ক্ষমতায় না গিয়ে আপনাদের এ অবস্থা, ক্ষমতায় গেলে কি করবেন?
আরে ভাই আর কিছু করেন আর না করেন মানুষত হন, নির্বাচন করবেন ভালো কথা নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আপনাদের মন গড়া কথায় কোন নির্বাচন হবে না এই বাংলাদেশে। যথা সময়ে নির্বাচন হবে। উন্নয়নের কথা ভুলে গেছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন তো আপনাদের চোখে পরে না।