
মৎস ও প্রাণী দিবসে সারাদেশে ৪১ জন ডেইরি আইকন নির্বাচিত হয়েছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে ডেইরি আইকন নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ এর সহ সভাপতি ও সোনারগাঁও ডেইরি এসোসিয়েশন এর সভাপতি নজরুল ইসলাম।
ডেইরি প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর পক্ষ থেকে নজরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট, সনদ পত্র ও এক লক্ষ্য টাকার চেক প্রদান করেন।
সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলামকে সংবর্ধনা দেন সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল ইসলাম।
এসময় নজরুল ইসলাম তার প্রাপ্তি পুরস্কার নিজের মায়ের হাতে তুলে দিয়ে বলে, আজকে আমি এপর্যায় আসতে পেরেছি আমার মায়ের জন্য।
আমার মাকে দেখেই আমি প্রথম অনুপ্রানিত হয়েছি।
আমার মা আমার অহংকার তাই আমি আজকে আমার প্রাপ্তি এই পুরস্কার আমার মাকে উৎসর্গ করছি।