
রেলের জমিতে যুবলীগ নেতার অবৈধ রেষ্টুরেন্ট শীর্ষক শিরোনামে একটি সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যার প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আলিফ ফাষ্টফুড এন্ড রেষ্টুরেন্ট এর মালিক দেলোয়ার হোসেন।
এক প্রতিবাদ লীপিতে তিনি বলেন, আমি রেলওয়ের কোম্পানী থেকে জমি ইজারা নিয়ে বৈধভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। সরকারের প্রয়োজন হলে যে কোন সময় জায়গাটি ছেড়ে দিবো। সংবাদটিতে নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমির ব্যবসাসহ যেসকল তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমি মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কখনোই কিছু করিনি আর ভবিষতেও করব না। আমার প্রতিপক্ষের লোকেরা আমার সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করিয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।