A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ফতুল্লায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. আবির নামের এক যুবক সহ বেশ কজনকে মারধর ও গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালু ও হৃদয় নামের আরো দুজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে অভিযুক্তরা। গত শুক্রবার ফতুল্লা হাকিমবাগের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মো. আবির (২৪) বাদী হয়ে ৩ জুন শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত মো. আবির ফতুল্লা বাবুরাইল আরামবাগ এলাকার মো. আসলামের ছেলে। হামলার শিকার অন্যান্যরাও একই এলাকার বাসিন্দা বলে।

অভিযুক্তরা হলেন, মো. জাকির ওরুফে ঘাউড়া জাকির, মো. রকি, তনয়, মো. জামাল, সোয়াদ সহ অজ্ঞাত ৪/৫ জন। এরা উক্ত এলাকায় প্রভাব বিস্তার সহ মানুষকে নিজের নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করে। যদি তাদের কথার বাইরে কেউ মুখ খুলতে চায়, তাহলে তাদেরকে মারধর সহ মিথা মামলায় জড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে জাকির ওরুফে ঘাউরা জাকিরের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, গত জুন মাসের ২ তারিখে ফতুল্লা থানাধীন আমবাগান হাকিমবাগের গেটের সামনে দিয়ে বাদী আবির যাওয়ার সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিবাদীরা অযথাই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী তাদেরকে গালিগালাজ করার কারণ জানতে চাইলে তাকে এলোপাথারী মারধর করে। পরবর্তীতে জাকির, তার বড় ছেলে রকি ও ছোট ছেলে তনয় ভুক্তভোগীকে গালাগালি, ভয় ভীতি ও হুমকি প্রদান করে। তাদের বাপ-ছেলেদের নির্দেশে পূনরায় অভিযুক্তরা আমবাগান রাস্তায় ফেলে মারধর করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টেরিয়া নিযে যায়। ভুক্তভোগীরা জানায়, জাকির সহ তার ছেলে তনয় উক্ত এলাকায় যা ইচ্ছা তাই করছে। কেউ মুখ খুললে তাদেরকে মারধর সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে স্থানীয় বাসীন্দারা।

এদিকে ওই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। এসব সন্ত্রাসীদের আতঙ্কে মুখ খুলতে কেউ রাজি নয়। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।

অভিযুুক্ত জাকির জানায়, ক্রিকেট খেলা নিয়ে এলাকার দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনা ছাড়াতে যায় ছেলে তনয়। কিন্তু এখন শুনছি আমি ও আমার ছেলেদের জড়িয়ে নাকি অভিযোগ করা হয়েছে। আবির নামের কোনো ছেলেকে আমি চিনিনা। যাকে চিনি তার নাম সজিব।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগের সংবাদ দেখুনপোশাক কারখানায় অগ্নিকাণ্ড
পরের সংবাদ দেখুনমেয়র প্রার্থীর ছেলেকে হাত পা গুড়িয়ে দেওয়ার হুমকি