A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ভোলাইল গেউদ্দার বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছালেহা বেগম ও তার ছেলে আবদুর রহিম।

নিহতের ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় ছোট বোন মালেকা বসত ঘরের সাথে টিনে পেঁচানোর জিআই তারে কাপড় শুকাতে দেয়। এ সময় তারে বিদ্যুৎ চলে আসে। ছোট বোন বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে মা ও ভাই এগিয়ে যায়। এতে তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলে দু’জনকে মৃত ঘোষণা করে।

আগের সংবাদ দেখুনজেলা বিএনপির অবস্থান কর্মসূচি
পরের সংবাদ দেখুনমাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা