
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
৩৯৮ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। ৮ জুন সকালে ফতুল্লার কুতুবআইল (পিটালিপুর) জনৈক মোহাম্মদ আলীর বাড়ীর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো বাগেরহাটের ফকিরহাট থানাধীন মুঘলঘর গ্রামের মৃত আফতার শেখের ছেলে মো. মিন্টু শেখ (৩৮) এবং ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সেলিম হোসেন (৪০)। আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।
এছাড়া গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক কারবারি। তারা বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।