A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ফতুল্লার সোহাগ হত্যা মামলা দীর্ঘদিন পলাতক আসামী আবুল হোসেন কালু (২৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুন ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

বুধবার (৭ জুন) র‌্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা ও ডিএমপি কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। আসামীকে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদ দেখুনরূপগঞ্জ যুবলীগের বিক্ষোভ মিছিল
পরের সংবাদ দেখুননির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর : ডিসি