
নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার আসন্ন পৌর সভা নির্বাচনে ৬নং ওয়ার্ড এ র কমিশনার সাইদু ল ইসলাম সোহেল ভাইয়ের ভাইয়ের জনপ্রিয়তার উল্লাসে কাপা উৎসব মুখর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছেগাজীপুরা গ্রামের কুড়ি পাড়া পুজা মন্ডপ মাঠে,দলবল ধর্ম বর্ণ নির্বিশেষে সাইদুল ইসলাম সোহেল ভাইয়ের বিজয় চায় সর্বলোকে, ১২ ই জুন সারাদিন সাইদুল ইসলাম সোহেল ভাইকে সকলে মিলে ভোট দিন।
উঠান বৈঠক ও নির্বাচনী প্রচার বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথিসাইদুল ইসলাম সোহেল। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন – আড়াই হাজার থানা পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ভিপি আমির হোসেন ভূইয়া৷
এবং আড়াই হাজার পৌরসভা শ্রমিক লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, আড়াই হাজার পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন ভূইয়া উল্লেখিত ব্যক্তি বর্গ সহ সনাতন ধর্মাবলম্বী আরো অনেকে ই উট পাখি মার্কা প্রার্থীর বিজয়ের লক্ষে ১২ তারিখ সারাদিন সাইদুল ইসলাম সোহেল ভাইকে উট পাখি মার্কায় ভোট দিন উপলক্ষ করে বক্তৃতা প্রদান করেন।
প্রার্থী সাইদুল ইসলাম সোহেল ভাই বলেন এবারের নির্বাচনে নির্বাচিত হলে৬নং ওয়ার্ড হবে আড়াই হাজার উপজেলার মধ্যে সবচেয়ে উন্নত,সুশিক্ষিত, সামাজিক এবং স্মার্ট। উক্ত উঠান বৈঠকে কুড়ি পাড়া কালি পূজা মন্দির এ-র উন্নয়নের জন্য সাবেক ভিপি ও আড়াই হাজার কৃষক লীগের সভাপতি মোঃ আমির হোসেন ভূইয়া নগদ দশ হাজার টাকা প্রদান করেন এবং নির্বাচনেউট পাখি মার্কার বিজয় হলে পূজা মন্ডপ এ-র উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।