A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

রূপগঞ্জে চলছে বি.আই.ডব্লিউ.টি.এ’র উচ্ছেদ অভিযান। যা পরিচালনা করেছেন বি.আই.ডব্লিউ.টি.এ কর্তৃপক্ষ। রোববার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ও বানিয়াদি এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বি.আই.ডব্লিউ.টি.এ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার।

এসময় মুড়াপাড়া ও বানিয়াদি এলাকার বিল্লালের ঘাট, জব্বার মেম্বারের বালুর গদি, এলাইট জুট মিলের স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি এবং পাঁচটি টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

বি.আই.ডব্লিউ.টি.এ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, শীতলক্ষা নদীর দুই তীরে প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা করে দখলে নিয়েছেন। আর ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করবে বিআইডব্লিউটিএ। এই অভিযান টানা ছয় দিন চলবে। প্রথম দিনে বালুর গদি, জুট মিলের স্থাপনা, বাঁশের জেটি, টিনের ঘর সহ প্রায় ২৫ টির মত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.আই.ডব্লিউ.টি.এ’র উপ-পরিচালক এহতেশামুল পারভেজ, গাজী মোহাম্মদ আবদুল মোতালিব, সহকারী সমন্বয় কর্মকর্তা, মো. হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান সহ সহকারী সমন্বয় কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগের সংবাদ দেখুনসোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
পরের সংবাদ দেখুনজাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণে, দগ্ধ ৮