A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে গোপালদী পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২৩ মে) বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে রিটার্নিং অফিসার এর কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ দিন এক স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

গোপালদী পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা বশির আহমেদ জানান, গোপালদী পৌরসভা নির্বাচনে ৫ মেয়র, ১৩ সংরক্ষিত ও ২৬ সাধারন কাউন্সিলর সহ মোট ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী গোলাম ফারুক, স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুজ্জামান, তানভীর আহমেদ ও আবুল মুনসুর।

এছাড়াও গোপালদী পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী ও ৯টি সাধারন ওয়ার্ডে ২৬ জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়ন পত্র রিটানিং কর্মকর্তা বশির আহমেদ এর নিকট দাখিল করেন। তার মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন। ২নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬ জন ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

অন্যদিকে ১নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪ জন, ২নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪ জন, ৩নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন, ৪নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন, ৫নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন, ৬নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন, ৭নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন, ৮নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন ও ৯নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

তফসিল অনুযায়ী গোপালদী পৌর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৩ মে। মনোনয়ন পত্র বাছাই হবে ২৫ মে। আপিল করা যাবে ২৬-২৮ মে। আপিল নিস্পত্তি ২৯-৩১ মে। প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্ধ ২ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ।

আগের সংবাদ দেখুনকাউন্সিলরের মাতা আর নেই
পরের সংবাদ দেখুনপরকীয়ার জেরে স্ত্রী হত্যা, গ্রেফতার ২