A Top Ads

নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার নাম ঘোষনা করা হয়।

ওসি মাহবুব আলম অসুস্থ থাকায় তার পক্ষে ওই সভায় পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা গ্রহন করেন সোনারগাঁ থানার অফিসার (তদন্ত) আহসান হাবিব। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার (তদন্ত) আহসান হাবিব জানান, স্যারের সফলতায় আমাদের মুগ্ধ করেছে। তিনি অসুস্থ থাকার আমি তার পুরুস্কারটি গ্রহন করেছি জেলা পুলিশ সুপার স্যারের কাছ থেকে।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম জানান, এই সাফল্য সোনারগাঁ থানার সকল পুলিশ সদস্যদের। যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে। এই সাফল্য মূলত সোনারগা থানার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল।

আগের সংবাদ দেখুনগজরা ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন,সম্পাদক ইঞ্জি:শফিক
পরের সংবাদ দেখুনচাঁদার বিনিময়ে মহাসড়কে অবৈধ লেগুনা