A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার করা ফেষ্টুন ব্যানার অপসারণ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার পৌরসভা নির্বাচনে রিটানিং কর্মকর্তা রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে রিটানিং কর্মকর্তা রবিউল আলম জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, পৌরসভার দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও দক্ষিন পাড়া জামে মসজিদের সামনে দাশপাড়া মোড়, নেহারী পল্লী, দাসপাড়া চৌরাস্তা, কামরাঙ্গিচর বাজার, হাটখোলা মোড়, বাঘানগর, ঝাউঘড়া এলাকাসহ বেশকিছু স্থানে রঙ্গিন ছবি সম্বলিত ফেষ্টুন ঝুলিয়ে রেখেছেন। অন্য সতন্ত্র প্রার্থী আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ মাঝেরচর, চামুরকান্দি, মোল্লাবাড়ি, হোতারবাড়ির মোড়, গাজিপুরার মোড়, মুকুন্দি, নাগের চর, নোয়াপাড়া, দীঘির পাড়, বাঘানগর, ঝাউঘরা এলাকাসহ বেশ কিছু এলাকায় রঙ্গিন ফেষ্টুন ঝুলিয়ে রেখেছেন।

অপর সতন্ত্রপ্রাথী আড়াইহাজার পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, কৃঞ্চপুরা, আড়াইহাজার বাড়ার, নয়াপাড়া, দীঘিরপাড়, বাঘানগর ও ঝাউঘরা এলাকাসহ বেশ কিছু এলাকায় ফেষ্টুন ঝুলিয়ে রেখে নির্বাচনী আচরণবিধি লঙঘন করায় তাদের এসকল ব্যানার ফেষ্টুন অপসারণ করা করে প্রার্থীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে প্রার্থীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি জানান, পৌরসভা নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৫ আইন স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ (২০০৯ সনের) ৫৮নং আইন ও ১১৮ ধারায় উল্লেখ করা হয়েছে, বাসস্থানের দেয়াল, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, শিল্পকারখানা, দোকান বা অন্য কোন স্থাপনা, কাঁচা ও পাঁকা যাই হউক না কেন এর বাহিরে ও ভিতরে দেয়াল বা বেড়া, উহাদের সীমানা নির্ধারণকারী দেয়াল বা বেড়া এবং বৃক্ষ, বিদ্যুৎ লাইনের খুটি, সড়ক দ্বীপ, সড়ক বিভাজক, ব্রীজ, কালভার্ট, সড়কের উপরী বিভাগ ও বাড়ির ছাদেও পোষ্টার লাগানো যাবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ জুন আড়াইহাজার পৌরসভা নির্বাচনে চারজন মেয়র, সাধারণ সদস্য ৩৮জন ও সংরক্ষিত আসনে ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ।

গত শনিবার “আড়াইহাজারে নির্বাচনী আচরণবিধি মানছেন না প্রার্থীরা” শীর্ষক শিরোনামে কালের কন্ঠের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়েছে নির্বাচন কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার পৌরসভায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সকল পোষ্টার, ফেষ্টুন, ব্যানার অপসারণ করেছেন নির্বাচন কর্মকর্তারা।

আগের সংবাদ দেখুনসাইলো শাখায় লাখ টাকা চাঁদা আদায়
পরের সংবাদ দেখুনফতুল্লায় হত্যা মামলার আসামী গ্রেফতার