
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জে শারমিন আক্তার নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে জালকুড়ি তালতলা এলাকায় একটি বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সকালে বালুর মাঠে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রাতে সে এলাকার একটি মাজারের ওরস শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের কবলে পড়ে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছিনতাই অথবা অন্য কোন উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে যায়। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।