A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় শিশু খাদ্য, ভোজ্য তেল ও প্লাস্টিক সামগ্রী উৎপাদন এবং অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের অভিযোগে পৃথক ৬টি প্রতিষ্ঠাকে নগদ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে। এসময় বিপুল পরিমান অনুমোদনহীন শিশু খাদ্য পণ্য, ভোজ্য তেল, প্লাস্টিক বোতল এবং লেবেল ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ মে) ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাতে র‌্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় শিশু খাদ্য পণ্য, ভোজ্য তেল ও প্লাস্টিক সামগ্রী উৎপাদন এবং অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছে। ভেজাল শিশু খাদ্য, ভোজ্য তেল, প্লাস্টিক বোতল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগের সংবাদ দেখুন৪ মেয়র প্রার্থীসহ ৫২ জনের মনোনয়ন পত্র দাখিল
পরের সংবাদ দেখুনসোনারগাঁও-৩ আসনে সম্ভাব্য প্রার্থী মোশাররফ