
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নিলে দল থেকে বহিস্কার করা হবে বলে ঘোষণা দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু।
মঙ্গলবার বিকালে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী সুন্দর আলীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন।
নজরুল ইসলাম বাবু বলেন,নৌকার প্রার্থী দিয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা আওয়ামীলীগের কর্মী হিসেবে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এমন কেউ কেউ বলে বেড়াচ্ছে দলীয় নেত্রী নাকি দলের বিরুদ্ধে নির্বাচন করতে না করেনি। নজরুল ইসলাম বাবু বলেন, স্পষ্ট বলে দিচ্ছি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নিলে সে যে কেউ হউক না কেন তাকে দল থেকে বহিস্কার করা হবে। তিনি নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগ দলীয় ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার জন্য নির্দেশনা দেন।