
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ পিতার নির্যাতনে আব্দুল্লাহ নামে এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ি এলাকায়। পুলিশ অভিযুক্ত সৎ পিতা আরিফ মিয়াকে রাজধানীর যাত্রাবাড়ি থানার কুতুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
এর আগে নিহত শিশুর মা স্বপ্না আক্তার মুন্নি ঘাতক স্বামী আরিফ মিয়াকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে পুলিশ পাসন্ড আরিফকে গ্রেপ্তার করে। নিহত শিশু আব্দুল্লাহ যাত্রাবাড়ি এলাকায় একটি মাদরাসায় পড়াশুনা করত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শিশুটির মায়ের দায়ের করা মামলায় আরিফ মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।