A Top Ads

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার ওমর ফারুকের মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পারিবারিক বিরোধ কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’ দিয়েছে এলাকার রাজীব।

এ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার উপজেলার শান্তি বাজারে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিপুলসংখ্যক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা নাসির, সাবেক মেম্বার সানু মিয়া, আমান উল্লাহ, ওয়াসকুরুনী, যুবলীগ নেতা কবির, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকছাল রানা, ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি নাজমুলসহ বারদী ইউনিয়নের আওয়ামী লীগ ও সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি প্রভাবশালী মহলের ইন্ধনে আওয়ামী লীগ নেতা ফারুক মেম্বারের বিরুদ্ধে এ মামলা করেছে প্রতারক ,দালাল, চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজীব। অথচ রাজীবের নিজের কোনো ঘর-বাড়ি নেই। সে অন্যের বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে। আর টাকার বিনিময়ে অন্যের কাজ করে। আমরা ফারুক মেম্বারের নি:শর্ত মুক্তি চাই। এছাড়া রাজীব দালালের কঠিন শাস্তি চাই।

বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। উদ্দেশ্যমূলকভাবে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

রাজীব জানায়, বারদী ইউনিয়নের সাবেক মেম্বার ওমর ফারুক উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিবে বলে হুমকি দিচ্ছে।

উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রী আসতে হলে অনুমতি লাগবে এমন বিতর্ক বক্তব্য দেন বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে এমন বিতর্ক বক্তব্য দেওয়ার জন্য বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন এই ফারুক মেম্বার।

 

আগের সংবাদ দেখুনমাসুম চেয়ারম্যান যা বলে তাই হয়
পরের সংবাদ দেখুনসৎ পিতার অত্যাচারে শিশুর মৃত্যু