
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ নুর ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার রাতে সদর উপজেলা রামারবাগ এলাকায় একটি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে এক হাজার ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সে ওই এলাকার নিল মিয়ার ছেলে।
দুপুরে শহরের কালি বাজার এলাকায় র্যাব-১১ এর সিপিসি-১ কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামারবাগ এলাকায় একটি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি আভিযানিক দল। পরে তার দেয়া তথ্যে পাশের পুকুরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পেশার আড়ালে তারা মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।
চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য বড় আকারের ট্রাক, পিকআপ, কার্ভাডভ্যান সহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনে বহন করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ সহ পরবর্তী জেলা ঢাকা ও মুন্সিগঞ্জে সরবারহ করে থাকে।
তিনি আরো জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এ মাদক দ্রব্য মজুদ করে তারা। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।