A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ১২ এপ্রিল মদনপুর এলাকা থেকে ৩৪০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এসময় মো. আব্দুস সালাম (২৯) ও মোক্তার হোসেন (৩৯) নামে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার র‌্যাব-১১’র স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আগের সংবাদ দেখুনইয়াবা সহ মাদক কারবারি আটক
পরের সংবাদ দেখুনঅপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩