
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। ১২ এপ্রিল মদনপুর এলাকা থেকে ৩৪০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এসময় মো. আব্দুস সালাম (২৯) ও মোক্তার হোসেন (৩৯) নামে দুইজনকে গ্রেফতার করে র্যাব।
বুধবার র্যাব-১১’র স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।