
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগায়ে কিশোরী আত্মহত্যা প্ররোচনার মামলায় মো. সফিকুল (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১১ এপ্রিল) রুপগঞ্জের বরপা দক্ষিণ মাশাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মৃত রকমত উল্লাহ ভান্ডারীর ছেলে। রাতে র্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী বিগত ১ বছর পূর্বে ভিকটিমের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। মোবাইলে কথোপকথনের এক পর্যায়ে কৌশলে ভিকটিমের বিভিন্ন আপত্তিকর ছবি সহ অশ্লীল ভিডিও ফুটেজ নিয়ে নেয়। উক্ত ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সাথে বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত হয়। বিষয়টি ভিকটিমের মা জানতে পেরে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলা প্রত্যহারের জন্য গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে আত্মহত্যা করার জন্য বিভিন্ন ভাবে প্ররোচনা দিতে থাকে। ভিকটিম মানসিক চাপ ও প্ররোচনা সহ্য করতে না পেরে গত ১০ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি আত্মহত্যা প্ররোচনা সংক্রান্ত মামলা করেন।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।