A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর বিলে মাছ চুরির বিষয়ে জানতে চাওয়ায় খামারীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে ওই এলাকার খামারী শফিকুল ইসলামের খামারের মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় খামারী শফিকুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর গ্রামের মৃত গহন আলীর ছেলে শফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় পুকুর ভাড়া নিয়ে মাছের খামার গড়ে তোলেন। এ খামারের আয় দিয়ে তিনি সংসার নির্বাহ করেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার বিজয় নগর বিলের পুকুরের দেড় লাখ টাকা মূল্যের মাছ চুরি করে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তদের গালিগালাজ করেন তিনি। গালিগালাজ শুনে নয়া নগর গ্রামের দাউদের ছেলে সামসুল ইসলাম খামারী শফিকুল ইসলামকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়।

খামারী শফিকুল ইসলাম বলেন, সামসুল ইসলাম আমার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গেছে। তার প্রমাণ তার কাছে রয়েছে। মাছ চুরির বিষয়ে জানতে চাওয়ায় আমাকে সে মারধর করে এবং হত্যা করার হুমকি দেয়।

অভিযুক্ত সামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাছ চুরির সঙ্গে জড়িত না। সন্দেহ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, মাছ চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নোওয়া হবে।

আগের সংবাদ দেখুনদশ বাড়ী ভাংচুর ও অগ্নী সংযোগ
পরের সংবাদ দেখুনবগুড়ার হত্যা মামলার আসামী আড়াইহাজারে গ্রেফতার