A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জে ত্রেত্রিশ বোতল বিদেশী মদ’সহ সাইদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (৮ এপ্রিল) র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো. খলিলুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল চিটাগাংরোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ’সহ তাকে আটক করা হয়। সে ফরিদপুরের কোতয়ালী থানাধীন অম্বিকাপুর গ্রামের সেলিম রেজার ছেলে। বর্তমানে সে ঢাকার কাফরুল থানাধীন মুন্সি বাড়ী সড়ক (মানিকের বাড়ীর ভাড়াটিয়া) উত্তর ইব্রাহিমপুরে বসবাস করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আগের সংবাদ দেখুনএকই থানায় সাড়ে তিন বছর!
পরের সংবাদ দেখুনদুই জঙ্গিকে আদালতে প্রেরণ