
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা মানিক প্রধান, উজ্জ্বল সরকার, মৎসজীবী লীগের সভাপতি সাজ্জাদ আলী আহমেদ, রুবেল, আওয়ামী লীগ নেতা জাকারিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাবিক আহমেদ, মোগরাপাড়া ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, আওয়ামী নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, মো. রাসেল, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সেলিম, ছাত্রলীগ নেতা মো. হাবীবুর রহমান হাবীব, কবির প্রধান, রাকিব ভূইয়া, শাফিন আহমেদ সোহাগ, আরমান প্রধান, মো. রাসেদ, মো. সাকিন, মো. স্বপন সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।